Top
সর্বশেষ

ভারতের উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ৯

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
ভারতের উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ৯

ভারতের উত্তর প্রদেশের মিরাটে ভূমিধসে মারা গেছেন ৯ জন। কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যায় শনিবার (১৪ সেপ্টেম্বর) ঘটে এ ভূমিধসের ঘটনা। খবর হিন্দুস্তান টাইমস, এনডিটিভির।

ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধারকৃতদের। এখনও সেখানে চাপা পড়ে আছেন একজন। চলছে উদ্ধার তৎপরতা।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছেন।

বিষয়টি নিজে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক বিবৃতিতে জানানো হয়, আহতদের চিকিৎসায় যাতে কোনোরকম ত্রুটি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও নিহতদের পরিবারকে ৪ লাখ ভারতীয় মুদ্রা ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এম জি

শেয়ার