Top
সর্বশেষ

নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন, প্রতীক মাথাল

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন, প্রতীক মাথাল

আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাচনী প্রতীক মাথাল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।

এ সময় নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের কাছ থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ইসি সচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকরের সংস্কারের মধ্যেই নিবন্ধন আইনও সংস্কার হবে। আদালতের আদেশ ও কমিশনের অনুমোদনের কারণে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদের। হয়রানি ও নিযার্তনের শিকার হতে হয়েছে তার রাজনৈতিক দলকে।

এম জি

শেয়ার