Top
সর্বশেষ

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করছে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের জুলাই থেকে এ পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ পরিকল্পনা বাস্তবায়ন করবেন না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে। কারণ বিগত সরকার কখনোই এই পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন করেনি। কাজেই পঞ্চবার্ষিক পরিকল্পনা এই মুহূর্তে দরকার নেই। নতুন করে রাজনৈতিক সরকার এলে তারা নতুন করে পরিকল্পনা করবে বলে জানান তিনি।

‘কবে উন্নত দেশ হবো, কবে মাথাপিছু আয় কতো হবে, এ পরিকল্পনা আমরা করবো না’- যোগ করেন এ উপদেষ্টা।

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি, সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এ পরিকল্পনা তৈরি করছে না।

এএ

শেয়ার