Top

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে পারে ২১ এপ্রিল

১৩ মার্চ, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে পারে ২১ এপ্রিল

২০১৭ সালে গলেতে নিজেদের শততম টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে এ মাঠে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। সুখস্মৃতির সেই মাঠই বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের সম্ভাব্য ভেন্যু।

এপ্রিলের ১২ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টের সূচি এখনো নিশ্চিত না হলেও বিসিবির এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ২১ এপ্রিল প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট খেলে ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ।

তবে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন সূচি ও ভেন্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই তা নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আকরাম খান বলেন, “মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে তিন থেকে চারদিন পরই আমরা চলে যাবো যেহেতু ওরা স্বাগতিক, ওরা আমাদের ভেন্যু এবং বাকি সব কিছু চূড়ান্ত করবে কিছুদিনের মধ্যে। যতটুকু আমরা জানি, একই ভেন্যুতে দুই টেস্ট হবে।”

মূলত কোয়ারেন্টাইন জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিকটা দেরি হচ্ছে বলে জানান আকরাম। তবে দুই দিনের মধ্যেই সব জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আকরাম খান বলেন, “ওরা চাচ্ছে আমরা যেন কলম্বোর বাইরে থাকি। আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য। ভালো সুবিধা তাহলে পাওয়া যাবে। দুই তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে। গলের সম্ভাবনা আছে। যেহেতু ওরা স্বাগতিক, ওরাই জানাবে।”

“ভেন্যু ও তারিখ নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। দুই-একদিন এদিক-সেদিক হতে পারে। দেরি হচ্ছে কোয়ারেন্টিন ইস্যু নিয়ে। ওরা কিছু চাচ্ছে, আমরা কিছু চাচ্ছি- এগুলো নিয়ে।”

এ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২০ সালে হওয়ার কথা থাকলে করোনাভাইরাস মহামারীর কারণে তা হয়নি। এ সিরিজটি আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শেয়ার