পিলারের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে প্রায় ১১ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল গেলো মেট্রোরেল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টা ৯ মিনিটে খামারবাড়িতে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে মেট্রোলের খুঁটির একটি বিয়ারিং প্ল্যাট খুলে পড়ে যায়। এ বিয়ারিং প্লেট লাগানো এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে।
রাত পৌঁনে নয়টায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে মেট্রোরেল চলাচলের বিষয়টি জানানো হয়।
সেইসাথে মেট্রোরেল চলাচলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
বিএইচ