Top
সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

২১ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ
লেবাননে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের রাজধানী বৈইরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়।

লেবানন সীমান্ত নিরাপদ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, বিমান হামলায় ইব্রাহিম আকিলসহ কয়েকজন সিনিয়র হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন।

হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে কীভাবে হিজবুল্লাহর এই শীর্ষ নেতা নিহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো উদ্ধার অভিযান চলছে।

তবে এই নিহতদের মধ্যে ইব্রাহিম আকিলসহ অন্যান্য সিনিয়র হিজবুল্লাহ নেতারা অন্তর্ভুক্ত কিনা তা এখনো স্পষ্ট নয়।

হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৪০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে।

সূত্র: রয়টার্স

বিএইচ

শেয়ার