Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

২২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৮৩ বারে ৩১ লাখ ১০ হাজার ৪৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৬৯ বারে ৩৮ লাখ ৯৭ হাজার ৭৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টেরে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৮ বারে ২১ লাখ ৬০ হাজার ৮৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লাভেলো আইসক্রিম ৮.০৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৬২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫.৫৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.৩৪ শতাংশ, সাইহাম কটনের ৪.৫১ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৪.১৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩.৩৫ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার