মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত শতকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড উলসভকে ২৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। জিততে হলে আইরিশদের টপকাতে হবে টাইগারদের ২৬০ রানের পুঁজি।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেই বাংলাদেশ হারায় অধিনায়ক সাইফ হাসানকে। ১৪ বলে ৩ রান করে অধিনায়ক সাইফ বিদায় নেন। বিপর্যয় কাটাতে ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন পারভেজ হোসেন ইমন। তার সঙ্গী হন জয়। ৮টি চারের সহায়তায় ৩১ বলে ৪১ রান করে ইমন ফেরেন সাজঘরে। তবে জয় হাল ছাড়েননি।
তৌহিদ হৃদয় (৩৯ বলে ২০), শাহাদাত হোসেন দিপু (১৯ বলে ১৩) বা শামীম হোসেন পাটোয়ারি (৯ বলে ১১) কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে জয় আইরিশ বোলারদের শাসন করতে থাকেন। শেষদিকে তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি ৩৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ৫০ ওভারের ২ বল আগে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৬০ রানে।
ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ শতকে জয় ১৩৫ বলের মোকাবেলায় ১২৩ রান করেন। হাঁকিয়েছেন ৯টি চার ও ৩টি ছক্কা।
আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার তিনটি এবং হ্যারি টেক্টর দুটি ও রুহান প্রিটোরিয়াস দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
বাংলাদেশ ইমার্জিং দল : ২৬০/১০ (৪৯.২ ওভার)
জয় ১২৩, ইমন ৪১, অঙ্কন ৩৩, হৃদয় ২০, অঙ্কন ২*
অ্যাডায়ার ২৭/৩, টেক্টর ৩২/২, প্রিটোরিয়াস ৫১/২
জয়ের জন্য আয়ারল্যান্ড উলভসের প্রয়োজন ২৬১ রান।