Top
সর্বশেষ

ফুলেল শুভেচ্ছা জানাতে বারণ করলেন ইবির নবনিযুক্ত উপাচার্য

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
ফুলেল শুভেচ্ছা জানাতে বারণ করলেন ইবির নবনিযুক্ত উপাচার্য
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। কর্মস্থলে যোগদানের পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানাতে অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মুঠোফোনে তিনি এ কথা জানিয়েছেন। আজ বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন।

অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোন ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট।

এর আগে গতকাল ২৩ সেপ্টেম্বর অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। আগামী ৪ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইবির ভিসি পদে নিয়োগ দেয়া হলো। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাও ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিএইচ

শেয়ার