Top
সর্বশেষ

সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠায় ৭ দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠায় ৭ দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি যাত্রাবাড়ী থানা শাখা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় যাত্রাবাড়ী মোড়ে তারা এই মানববন্ধন করেন।

যাত্রাবাড়ী থানার আহবায়ক সিএমএইচ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সংগ্রামী সহকারী সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শাহাদাতুল্লাহ টুটুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ। এটিকে অবশ্যই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে।

এসময় তিনি সরকারের কাছে ৭টি দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহবান জানান।

দাবিগুলো হলো-

১. সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করুন, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাসটার্মিনাল, পাইকারী আড়ৎ ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে।

২. যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে।

৩. প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রাবাড়ী নিশ্চিত করতে হবে।

৪. যাত্রীদের হয়রানি বন্ধ করতে হবে, যাত্রী সেবায় পত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্ন লোক নিয়োগ দিতে হবে।

৫. সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে, থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে।

৬. ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখতে হবে, হকারদের পুনর্বাসন করতে হবে।

৭. ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশ করুন। অবিলম্বে শহীদদের স্মরণে যাত্রাবাড়ী থানার গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু।

এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, যাত্রাবাড়ি থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার