Top
সর্বশেষ

হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে ছয়দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম খোলা থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘আগামী ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক পত্র দ্বারা বন্ধের বিষয়টি তারা আমাদের জানিয়েছেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ সময় পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। অন্যান্য দিনের মতো প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এনজে

শেয়ার