Top
সর্বশেষ

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, দর কমেছে ২৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৬ কোটি ৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৩ পয়েন্টে।

সিএসইতে ২২৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬ টির দর বেড়েছে, কমেছে ১৬৮ টির এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার