Top

বিশ্ববাজারে দশমিক ৬ শতাংশ বেড়েছে তামার দাম

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে দশমিক ৬ শতাংশ বেড়েছে তামার দাম

তিন মাসের সরবরাহ চুক্তিতে লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) বৃহস্পতিবার তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৮৬৯ ডলার ৫০ সেন্টে।

বিজনেস রেকর্ডারের খবর অনুযায়ী, চীনের নেতারা চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ও আবাসন খাতের পতন রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার দাম বেড়েছে তামার।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) নভেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৭ হাজার ৫০০ ইউয়ানে (১১ হাজার ৪২ ডলার ৪০ সেন্ট)।

এদিকে এলএমইতে বৃহস্পতিবার অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য পৌঁছেছে ২ হাজার ৫৫৪ ডলারে। নিকেলের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৫ ডলারে। সিসার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ ডলারে। দস্তার দাম বেড়েছে ১ শতাংশ। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৩ হাজার ২৬ ডলারে। তবে টিনের দাম টনপ্রতি ৩২ হাজার ৯৫ ডলারে স্থিতিশীল ছিল।

এনজে

শেয়ার