Top
সর্বশেষ

ইউক্রেনকে আরও ৮শ’ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
ইউক্রেনকে আরও ৮শ’ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে নতুনভাবে আরও ৮শ’ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা এপির।

এবারের সামরিক সহায়তা প্যাকেজে থাকবে ‘প্রিসিশন গাইডেড গ্লাইড’ বোমা। যা প্রায় দেড়শ কিলোমিটার দূরের টার্গেটেও সফলভাবে আঘাত হানতে পারে। তবে এই বোমা দিয়ে রাশিয়ার ভেতর ইউক্রেন হামলা চালাতে পারবে কিনা, এ বিষয়ে কোনো ঘোষণা দেবেন না বাইডেন; এমনটাই জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) শেষ হবে মার্কিন অর্থবছর। এর আগেই সাড়ে ৫ কোটি ডলার বরাদ্দ করা হবে ইউক্রেনের জন্য। প্রেসিডেন্ট বাইডেন জানান, যুক্তরাষ্ট্র বরাবরই মিত্রের পাশে ছিল, থাকবে। ইউক্রেনের নিরাপত্তার জন্য নতুন এই সামরিক সহায়তা খুবই প্রয়োজন বলে জানান তিনি।

এম জি

শেয়ার