Top

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আইনপ্রণেতাদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত তিনিই লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দিতে যাচ্ছেন। খবর রয়টার্স

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্ব দিতে ৯ জন প্রার্থী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ৬৭ বছর বয়সী প্রবীন রাজনীতিবিদ ইশিবা। আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

ক্ষমতাসীন দলটি তাদের প্রধানকে নির্বাচনের পর আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করবে। এরপর পার্লামেন্টে নতুন দলীয় নেতা ও কিশিদার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রী জণগণের রায় জানতে চাইলে আগাম নির্বাচন দিতে পারেন।

২০১২ সালে ইশিবা জাতীয়তাবাদী নেতা শিনজো অ্যাবের কাছে হেরেছিলেন। শিনজো ২০০৬ থেকে ২০০৭ সাল এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন।

এম জি

শেয়ার