Top

পাকিস্তানে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩৯

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
পাকিস্তানে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সপ্তাহব্যাপী দুই আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষে ৩৯ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ১০৯ জন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের গণমাধ্যম স্থানীয় চিকিৎসকদের বরাতে এই খবর দিয়েছে।

সাবেক আধা স্বায়ত্ত্বশাসিত এলাকা কুরাম জেলায় মাঝেমধ্যেই এমন সংঘাতের খবর শোনা যায়। প্রতিবছর এই গোষ্ঠীগত সংঘর্ষে শত শত মানুষ প্রাণ হারায়।
আপার কুরামের জেলা হাসপাতালের শীর্ষ চিকিৎসক মির হাসান জান বলেছেন, ‌‌আমরা মোট ৭০ জন আহতকে পেয়েছি। তাদের মধ্যে ২৩ জন ছিলেন মৃত। তারা গত সাতদিনের সংঘাতে মারা গেছেন।

লোয়ার ও সেন্ট্রাল কুরামের জেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ ফাইসাল জানিয়েছেন, দুই চিকিৎসা কেন্দ্রে আরও ১৬টি মরদেহ এসেছে। তিনি জানান তাদের কাছে ৬২ জন আহত ব্যক্তিকেও নিয়ে আসা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কোহাত বিভাগের কুররাম জেলার শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। এক কালে এ অঞ্চলটি আধা-স্বায়ত্তশাসিত ছিল। গত কয়েক বছরে এ ধরনের সংঘাতে এই এলাকার হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: আরব নিউজ পিকে

শেয়ার