Top
সর্বশেষ

চট্টগ্রামের খৈয়াছড়া ঝর্ণা সাময়িক বন্ধ ঘোষণা

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামের খৈয়াছড়া ঝর্ণা সাময়িক বন্ধ ঘোষণা
জেল‍া প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। একদিন আগে ঝর্ণার উপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তা মারা যান। এর পরের দিন সংস্কারের জন্য ঝর্ণাটি বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সংস্কার কাজের কথা জানিয়ে ঝর্ণায় প্রবেশে সাময়িক বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

তবে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝর্ণা জনসাধারণের জন্য খোলা থাকবে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম জানান, সংস্কারের জন্য খৈয়াছড়া ঝর্ণা কয়েকদিন বন্ধ থাকবে। ঝর্ণার পানির সাথে বড় পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। যে কারণে ঝর্ণা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলবে।

তিনি আরও জানান, ঝর্ণায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমণ করলে যে কোন বিপদ থেকে পর্যটক রক্ষা পাবে।

বিএইচ

শেয়ার