Top
সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা ফাতাহ শরিফ আবু আল-আমিন নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

হামাস জানিয়েছে, ফাতাহ শরিফ আবু আল-আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। গোষ্ঠীটির বিদেশে নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আল-বাস শরণার্থীশিবিরে নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলার শিকার হয়ে আল-আমিন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণের টায়রি শহরের কাছে ওই শরণার্থীশিবিরে বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বৈরুতের কোলা জেলায় একটি অ্যাপার্টমেন্টের ওপরের তলায় পিএফএলপি নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরাইল একের পর এক হামলা চালাচ্ছে। তাদের হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স বলছে, পিএফএলপি হলো ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়া আরেকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী।

বিএইচ

শেয়ার