Top
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিডানকিও ‘বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না’ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১ প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদটি সঠিক নয়

নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪২ জন নিখোঁজ হয়েছেন বলেছে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ও নেপাল সরকার। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং গাড়ি।

রোববার কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, গত ৪৮ ঘণ্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু বিমান বন্দরের কাছে একটি জায়গায় ২৪০ মিলিমিটার বৃষ্টির হিসাব পাওয়া গেছে। ২০০২ সালের পর নেপালে আর এমন বৃষ্টিপাত হয়নি।

বৃষ্টি এবং ধসের কারণে রাজধানী কাঠমান্ডুর বাকি অংশের সাথে যোগাযোগ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয়ে আটকে পড়েছেন কয়েক হাজার দেশ পর্যটকও। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুর্গম অঞ্চলে পৌঁছে গেছে নেপাল সেনা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা।

এম জি

শেয়ার