Top
সর্বশেষ

লেবাননে ফের ইসরায়েলের হামলা, নিহত ৯৫

০১ অক্টোবর, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
লেবাননে ফের ইসরায়েলের হামলা, নিহত ৯৫

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সোমবার অন্তত ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মতে, গত দুই সপ্তাহে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর বিবিসির

গত প্রায় দুই সপ্তাহ ধরে সংঘাতের পর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘সীমিত’ ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ এই অভিযান পরিচালনা করছে।

এর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বৈরুতের দক্ষিণ দিকের তিন স্থানের বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করেছিলো।

এনজে

শেয়ার