Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ১০.২৮ শতাংশ কমেছে তৈরি পোশাক রফতানি

০২ অক্টোবর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ১০.২৮ শতাংশ কমেছে তৈরি পোশাক রফতানি

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রফতানি কমেছে উল্লেখযোগ্য হারে। ইইউতে ৪ দশমিক ৮৪ শতাংশ কমলেও যুক্তরাষ্ট্রে কমেছে ১০ দশমিক ২৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যে, ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ থেকে অন্তত ১৮ শতাংশ পোশাক রফতানি হয় যুক্তরাষ্ট্রে এবং প্রায় ৫০ শতাংশ রফতানি হয় ইউরোপের দেশগুলোয়।

অটেক্সার তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি হয়েছিল ৪৫৭ কোটি ডলারের। কিন্তু চলতি বছরের একই সময়ে ৪৭ কোটি ডলার কমে ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া তৈরি পোশাকের ৯ শতাংশ বাজার দখলে নিয়ে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ রফতানিকারক দেশ।

অন্যদিকে ইউরোস্ট্যাটের তথ্যে দেখা গেছে, ইউরোপে ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ে রফতানি হয়েছে ১ হাজার ১৬৮ কোটি ডলারের তৈরি পোশাক, যা ২০২৪ সালের একই সময়ে ৫৬৬ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১১ কোটি ডলারে।

চলতি বছরের জানুয়ারি-জুলাই—এ সাত মাসে বাংলাদেশের পাশাপাশি অন্য উৎস থেকেও যুক্তরাষ্ট্র এবং ইইউর পোশাক আমদানি কমেছে। এ সময়ে ৫ দশমিক ২২ শতাংশ কম আমদানি করেছেন ইইউভুক্ত দেশগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ৪ দশমিক ৬১ শতাংশ কম আমদানি করেছেন।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে চীন শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি বছরের প্রথম সাত মাসে ৮৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে দেশটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ২২ শতাংশ কম।

এনজে

শেয়ার