Top
সর্বশেষ

হিজবুল্লাহর হামলায় লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

০৩ অক্টোবর, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
হিজবুল্লাহর হামলায় লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে দক্ষিণ লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী খবরটি নিশ্চিত করেছে। এ সময় আরো সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাংকগুলো ধ্বংস করেছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনীকে পিছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট লোক ও গোলাবারুদ তাদের রয়েছে বলে জানিয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সেনা মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সেনা মৃত্যুর ঘটনা এই প্রথম। লেবাননের হিজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা নিহতের জন্য সমবেদনা প্রকাশ করে একটি ভিডিওতে বলেছেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের টান টান সময় পার করছি। এই চক্র আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু তা ঘটবে না। কারণ, আমরা একসঙ্গে পাশে থেকে ঈশ্বরের সাহায্যে সবাই মিলে জয় ছিনিয়ে আনব।

মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে। তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। বে, লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দুইবার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়।

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে গত একবছর ধরে ইসরায়েলের সীমান্ত সংঘর্ষ চলে আসার মধ্যে লেবানন ফ্রন্টে এটিই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন।

ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্ত এলাকায় ঢুকে স্থল হামলা শুরুর পর বুধবার তাদের সঙ্গে প্রথম মুখোমুখি লড়াইয়ের খবর জানায় হিজবুল্লাহ যোদ্ধারা। রা দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারুন ই রাস-এ ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংক রকেট হামলায় ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেছে।

সূত্র : বিবিসি

এনজে

শেয়ার