Top
সর্বশেষ

ইসরায়েলে বন্দুক হামলায় ১ নারী পুলিশ নিহত, আহত ১০

০৭ অক্টোবর, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ
ইসরায়েলে বন্দুক হামলায় ১ নারী পুলিশ নিহত, আহত ১০

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের দক্ষিঞ্চালের বেরশেবা শহরে রোববার দুপরে বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। ইসরায়েলের পুলিশ এসব তথ্য জানিয়েছে। এ বিষয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।

দক্ষিণাঞ্চলীয় শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে ম্যাকডোনাল্ডসে প্রবেশ করেন একজন বন্দুকধারী। সেখানে থাকা লোকদের ওপর গুলি করেন তিনি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের সোরোকা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন নারী গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়াও চারজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইডিএফ জানিয়েছে, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আহমাদ আল-উকবি (২৯)। দেশটির হুরার কাছে উকবির অচেনা বেদুইন গ্রামে থাকতেন তিনি। এর আগেও তার নামে মামলার রেকর্ড ছিল।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, বেরশেবা শহরের মধ্যাঞ্চলে যে ঘটনা ঘটেছে, সেটাকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করা হচ্ছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনজে

শেয়ার