ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৭ অক্টোবর) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডেইলি গার্ডিয়ান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার সকালে খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এম জি