Top
সর্বশেষ

স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে: রিজভী

০৮ অক্টোবর, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে। সে কারণেই, সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে।

মঙ্গলবার সকালে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, ডেঙ্গু মোকাবেলায় টাস্কফোর্স গঠন করার আহবান জানান তিনি।

রিজভী বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষ প্রশাসনে আরও আছে। তাদের বিষয়ে অর্ন্তবর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ।রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন রিজভী।

এম জি

শেয়ার