Top
সর্বশেষ

ঢাকা কলেজের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

০৯ অক্টোবর, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
ঢাকা কলেজের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা কলেজের শিক্ষার্থী নির্যাতনের ঘটনার যথাযথ তদন্তের জন্য ২ (দুই) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা কলেজের দক্ষিণায়ণ হলের ৩০১ নাম্বার রুমে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল রিয়াদের নেতৃত্বে ২ (দুই) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

এতে আরও বলা হয়, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএইচ

শেয়ার