Top

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২

১১ অক্টোবর, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এ হামলঅ চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আরব নিউজ।

এই হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র নেতাকে লক্ষ্যবস্তু করা হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক হামলা করেছে। গত কয়েকদিন লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা হলেও বৃহস্পতিবারের হামলাটি তৃতীয়বারের মতো শহরের কেন্দ্রে করা হয়েছে।

তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহর একজন সিনিয়র কর্মকর্তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েল। তবে ওয়াফিক সাফা নামের ওই কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। তিনি লেবাননের নিরাপত্তা সংস্থার সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান ছিলেন তিনি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিলেন তিনি, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বিএইচ

শেয়ার