বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করায় আবু ফরাহ মোঃ নাছেরকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার আবু ফরাহ মোঃ নাছেরের দফতরে গিয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে ব্যাংকের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান মোঃ আসাদুল্লাহিল গালিব উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংকের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছেরকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।