Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

১৫ অক্টোবর, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩০২ বারে ১৭ লাখ ৬৭ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৬ বারে ৫৯ লাখ ২২ হাজার ১১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ৩১৫ বারে ৩ লাখ ১৮ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়ান ব্যাংকের ৩.৬৫ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৪০ শতাংশ, ঢাকা ব্যাংকের ৩.৩৮ শতাংশ, খান ব্রাদার্সের ৩.২৬ শতাংশ, আইসিবির ৩.০৭ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ৩.০০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার