Top
সর্বশেষ

প্যারিস আন্তর্জাতিক খাদ্য মেলা শুরু

২০ অক্টোবর, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
প্যারিস আন্তর্জাতিক খাদ্য মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক :

প্যারিস ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: ফ্রান্সের প্যারিসের অদূরে পাঁচ দিনব্যাপী ৬০তম প্যারিস আন্তর্জাতিক খাদ্য মেলা-২০২৪ শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর)  এ মেলা শুরু হয়।

প্যারিস নর্ড ভিলেপিন্ট প্রদর্শনী কেন্দ্রে শনিবার (১৯ অক্টোবর) শুরু হওয়া এ মেলা চলবে বুধবার (২৩ অক্টোবর) পর্যন্ত। এ মেলায় থাকছে ৬০০টি ফরাসিসহ সাড়ে সাত হাজারের বেশি স্টল। এতে ২০৫টি স্টল দেশের প্রতিনিধিত্ব করেছে।

স্ব স্ব দেশ তাদের পন্যের প্রদর্শনী, মতমিনিময় ও অর্ডার সংগ্রহ করে থাকে।

এবার বাংলাদেশ থেকে মাত্র ২টি স্টল নিয়েছে। স্টল দুটি হলো প্রাণ ও সিটি গ্রুপের । তবে অন্যান্য অনেক কোম্পানীকে বিচ্ছিন্নভাবে ভিজিটর হিসাবে অংশগ্রহণ করতে দেখা যায়। শুধুমাত্র প্রাণ গ্রুপ প্রতি বছরের ন্যায় এবারও বেশ বড় আকারে স্টলসহ অংশগ্রহণ করে। আর সিটি গ্রুপ প্রথমবারের মত অংশগ্রহণ করে।

বিএইচ

শেয়ার