শেরপুর প্রতিনিধি:বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মাহাবুব হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেইসাথে আরও ২ হত্যা মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান। তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার (চন্দন কুমার পাল) ১ দিনের রিমান্ড এবং অপর ২ হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট বিকেলে শেরপুর শহরে নিহত সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে ৩ ছাত্রের পৃথক হত্যা মামলায় অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আসামি করা হয়েছে। গত বুধবার ১৬ অক্টোবর বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।
এনজে