‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষ্যে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের পৃথক ভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন নিরাপদ সড়ক চাই লক্ষ্মীপুর শাখা।
এরআগে দিবসটি উপলক্ষে গত ২১ অক্টোবর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. নেচার উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, বিআরটিএ’র জেলা সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, সহ-সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, সহ-সেক্রেটারি রাজন মোল্লা, সদস্য ইসমাইল হোসেন সুজন, মোটরযান পরিদর্শক প্রনব চন্দ্র নাথ, ট্রাফিক ইনপেক্টর মো. ইসমাইল সহ আরও অনেকে।
লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসা ও মহিলা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। সড়কে চলাচলের সময় সকলকে আইন মেনে সতর্কভাবে যাতায়াত করতে হবে। সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন বক্তারা।
আরও বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন সংস্কারের কাজ হাতে নিয়েছে। এই সংস্কার কাজের মধ্যে সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমাল প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভূক্ত করা আহ্বান জানান বক্তারা।
এম জি