Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

খুলনায় এইচপিভি টিকা পাবে ১ লাখ ৪ হাজার কিশোরী

২২ অক্টোবর, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
খুলনায় এইচপিভি টিকা পাবে ১ লাখ ৪ হাজার কিশোরী
খুলনা প্রতিনিধি :

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে এবং খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলনকক্ষে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসকল তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।

সভায় খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা প্রমুখ বক্তৃতা করেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টিকাদানের বিশদ বিষয় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব।

সকালে একইস্থানে এইচপিভি বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

এম জি

শেয়ার