Top

মতলব উত্তরে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী

২২ অক্টোবর, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
মতলব উত্তরে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিরল প্রজাতির এই ৩ টি প্রাণী ধরেছে স্থানীয় লোকজন।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মস্তাপুর এলাকার পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কি যেন নরাচরা করছে। এমন সময় রাস্তা দিয়ে হেটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণীগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ টি প্রাণী আটক করে। মাসহ আরো কয়েকটি প্রানী পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্ধী করে রাখে। এগুলো দেখতে নানান পেশার ও নানান বয়সের মানুষ ভির করছে। এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেই বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।

এম জি

শেয়ার