Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস

২৬ অক্টোবর, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.১০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রানার অটোমোবাইলসের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.২৮ শতাংশ, ফার কেমিক্যালের ১০.১৪ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১০.০০ শতাংশ, পূবালী ব্যাংকের ৮.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৮৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৭.৪৪ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার