Top
সর্বশেষ

বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেন

২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১২ হাজার ২৯৮ কোটি টাকা বা ১.৮৭ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৪২১ কোটি ৪০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭২ কোটি ২ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪৪ পয়েন্টে এবং ১ হাজার ৮৭৯ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩ টির , দর কমেছে ৩০৬ টির এবং ২৭টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার