Top

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন লাভেলোর

২৬ অক্টোবর, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন লাভেলোর
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ৯৩ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮ টাকা ১০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- খান ব্রাদার্সের ৫ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৩৪ লাখ টাকার, ম্যারিকোর ২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার