Top
সর্বশেষ

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৪

২৭ অক্টোবর, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ
মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।

শনিবার (২৬ অক্টোবর) জ্যাকেটকাস রাজ্যকে কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্টেসের সঙ্গে সংযুক্তকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জ্যাকেটকাস রাজ্য সরকারের একজন সিনিয়র কর্মকর্তা রদ্রিগো রেয়েস বলেন, এখন পর্যন্ত প্রাথমিক তথ্য পাওয়া গেছে, ২৪ জন যাত্রী মারা গেছেন আর পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকেটকাস রাজ্যকে কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্টেসের সঙ্গে সংযুক্তকারী মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাক থেকে ভুট্টা ভর্তি একটি কন্টেইনার পড়ে যায়। এবং এরফলে যাত্রীবাহী বাসটিও উল্টে যায়।

বাসটি পশ্চিম নায়ারিত রাজ্যের টেপিক শহর এবং মার্কিন সীমান্তের সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল।

রেয়েস বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়েছেন। আর ঘটনাস্থলে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং বেসামরিক সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিএইচ

শেয়ার