Top

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিসিকের শ্রদ্ধা

১৭ মার্চ, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিসিকের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বুধবার (১৭ মার্চ) সকালে বিসিক প্রধান কার্যালয়সহ আঞ্চলিক ও জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন শুরু করে বিসিক।

পরে সকাল ১০টায় শিল্পমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী, শিল্পসচিব, বিসিক চেয়ারম্যান এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা শিল্প মন্ত্রণালয়ে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা) ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্মবার্ষিকী পালনের অন্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে জাতির পিতার ছবি, উদ্ধৃতি, জন্মশতবার্ষিকীর লোগো-সংবলিত নান্দনিক ড্রপডাউন ব্যানার দিয়ে ভবনসহ বিসিকের আঞ্চলিক ও জেলা অফিস সাজানো, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও দোয়া।

শেয়ার