Top

বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ

২৮ অক্টোবর, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এ সিদ্ধান্ত কথা জানিয়েছেন।

উপাচার্য বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ও শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবু সাঈদ নিহতের ঘটনায় দুই শিক্ষক ও সাত কর্মচারী এবং ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।

তিনি বলেন, বেরোবির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের কর্মী বা পদে থাকতে পারবে না। এবং অনুপস্থিত কর্মকর্তা ও শিক্ষকদের সাময়িক বরখাস্ত ও বেতন কর্তন করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।

বিএইচ

শেয়ার