Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

২৯ অক্টোবর, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৫ বারে ১৩ লাখ ৬৩ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৯ বারে ১০ লাখ ১১ হাজার ৩৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৯০ বারে ৫ লাখ ১০ হাজার ৮৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এসিআই লিমিটেডের ১০.৭২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১০.০৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৮৯ শতাংশ, বিডি অটোকার্সের ৯.৮৮ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ৯.৮৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার