Top
সর্বশেষ
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

৩০ অক্টোবর, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২১৪ বারে ১ লাখ ২৪ হাজার ৬৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫৭ বারে ১৩ লাখ ৩৮ হাজার ৪০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৬৮ বারে ১ লাখ ৮৭ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফু-ওয়াং ফুডের ১০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০ শতাংশ, নাভানা ফার্মার ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার