Top

ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি: উপদেষ্টা আসিফ

০১ নভেম্বর, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি। সবার অধিকার নিশ্চিতে সাংবিধানিক এবং কাঠামোগত সংস্কার করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস এবং জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়ার ব‍্যবস্থা করেছে, এমনটাও জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ‍্যুত্থানের ম‍্যান্ডেট নিয়ে এই সরকার গঠন হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন আসিফ মাহমুদ। সাফজয়ী নারী ফুটবল দলের মতো ক্রীড়াজগতে সাফল‍্য অব‍্যাহত থাকবে- এটাই উপদেষ্টার প্রত্যাশা। এসময় ১৫ জন আত্মকর্মী এবং যুব সংগঠককে জাতীয -যুব পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখনই দেশ গড়ার সময়। জুলাই-আগস্টের আন্দোলন হয়েছিলো মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবিতে। তরুণদের মেধাকে সব ক্ষেত্রে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এম জি

শেয়ার