চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চাইলেন খোরশেদ নামে চিহ্নিত এক মাদককারবারি।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘ দিনের। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে ২৮ টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তারা আবার মাদকের কেনাবেচা শুরু করে। সম্প্রতি তাদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী।
যার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন শুক্রবার রাতে যুব সমাজকে রক্ষায় দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।
প্রকাশ্যে এলাকাবাসী উদ্দেশ্যে খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে ২৩ টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আর মাদক বিক্রি করবো না। মানববন্ধনে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়ে বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
এছাড়া মাদক কারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবেনা মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।
এলাকাবাসীর মধ্যে মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম ও আরিফ হোসেন প্রমুখ।
এনজে