Top
সর্বশেষ

ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

০৩ নভেম্বর, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

ছাত্র জনতার আন্দোলনে পতিত হওয়া ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনক নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় এই প্রত্যাশা করি।

আইনী লড়াইয়ের মাধ্যমে ডা. শাহাদাতের বিজয় হওয়ায় অন্তর্বর্তী সরকারকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ডা. শাহাদাতের এই রায় আওয়ামী লীগের নির্বাচন কারচুপির প্রমাণ। আশা করি নতুন নির্বাচন কমিশনের নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য হবে।

এম জি

শেয়ার