ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটা, আবাদি জমি, বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবার, বসতভিটা, আবাদি জমি ও আমনক্ষেত।
সোমবার (৪ নভেম্বর) সকালে সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মশালচর দুটি চড়ে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তান্ডবে প্রায় ১৫টি পরিবারের বসতভিটা, গাছপালা, আবাদি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবারের বসত বাড়ি অনেকের আশ্রয়ের সন্ধান মিলছে না। মানবেতর জীবন যাপন করা ভাঙ্গনে কবলিত এলাকার আজজুল হক, তফিজ, মুসা রেজাউল, লিটন আবুল হোসেন, বাদশাসহ অনেকে জানান, ব্রহ্মপুত্র নদের মাঝে মাশালের চড় তাই প্রতিবছর ভাঙ্গে এখানে ভাঙ্গা গড়ার খেলা বাস্তবে ভাঙ্গন রোদে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বা পূণর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আরোও জানান, রাতে ভাঙ্গনের শব্দে সারারাত ঘুম ধরে না, সব সময় ভয়ে আতঙ্কে থাকি চেয়ারম্যান বাবলু মিয়া জানান ভাঙ্গনের শিকার হয়ে অসহায় ভাবে লোকগুলো জীবনযাপন করছেন আমি বিষয়টি কর্তৃপক্ষ নিকট অবগত করছি। এ প্রতিবেদক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ৪ নভেম্বর সোমবার এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন বিষয়টি অবগত আছি ভাঙ্গন রোধে বর্তমান প্রয়জনীয় বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি