Top

গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত

২৭ আগস্ট, ২০২০ ৭:১২ পূর্বাহ্ণ
গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত

গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়

আজ বুধবার কমিশনের ৭৩৭তম কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে।

সূত্র মতে, গেটওয়ে ইক্যুইটি রিসোর্সে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা, ব্যবস্থাপনা পরিচালকের পোর্টফোলিও থেকে বিনিয়োগ, পরিচালকদের শেয়ার বিনিয়োগ করতে দেওয়া, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, কোম্পানির হিসাবধারীদের মধ্যে ঋণ চুক্তি না করা, কর্মচারীদের আত্মীয়-স্বজনদের ঋণ সুবিধা দেওয়া, এন্টি মানি লন্ডারিং কর্মকর্তা নিয়োগ না করার মতো অনিয়ম ঘটেছে।

এ কারনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শেয়ার