Top
সর্বশেষ

অক্টোবরে রপ্তানি আয় ২০.৬৫ শতাংশ বেড়েছে

১০ নভেম্বর, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
অক্টোবরে রপ্তানি আয় ২০.৬৫ শতাংশ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক :

গত অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ২০ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে এটি ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

আজ রোববার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে রপ্তানি ১০ দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭৮ বিলিয়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এটি ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

তবে এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।

বিএইচ

শেয়ার