ইতোমধ্যে আওয়ামী ঘরানার অনেকে উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।
সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান জানিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষ বুঝে কিন্তু তাদের ভাষা আপনারা বুঝার চেষ্টা করেন।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাস জনতার স্বপ্নভঙ্গের ইতিহাস। ’৭২ থেকে ’৭৫ ছিল সেই ইতিহাসের অংশ। জিয়াউর রহমান এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের সুশাসন দরকার, ভালো সরকার দরকার। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন করি। কিন্তু দশ বা বিশ বছর থাকার চেষ্টা করবেন না।
তিনি বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেন। কোথাও তো কোনো সংস্কার দেখছি না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ইতোমধ্যে আওয়ামী ঘরানার অনেকে উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন।
আওয়ামী লীগের তৎপরতায় উদ্বিগ্ন জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দলটি ক্ষমতায় থাকার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা পুলিশকে বনিয়েছিল হত্যাকারী বাহিনী।
বিএনপি নেতা বলেন, তবে আন্দোলনের ফলে আওয়ামী লীগের মসনদ নড়বড়ে হয়। শেষ মুহূর্তে এসে ছাত্র- অভিভাবকরা অংশ নেন। বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন জুলাই আন্দোলনে। কিন্তু ছাত্রদের দেখলে মনে হয় একমাত্র তারাই আন্দোলন করেছেন, আর কেউ করেননি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কাপড়েই পালিয়েছেন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, দ্বিতীয় শাড়িও নিতে পারেননি। তারপরও কোনো অনুশোচনা দেখি না। কী করবেন আবারও দেশে এসে? মানুষ মারবেন?
বিএইচ