আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
সোমবার (১১ নভেম্বর) অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার। এ নিয়ে মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করা হলো।
যাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের নাম দেখতে এখানে ক্লিক করুন।
বিএইচ